Type Here to Get Search Results !

HS Geography Suggestion 2021 TBSE

 

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন –

HS Geography Suggestion FREE PDF Download


আঞ্চলিক ভূগোল চতুর্থ অধ্যায় – তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ

MCQ প্রশ্নোত্তর [ মান – 1]

1. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত

(a) জেনিভাতে (b) ভিয়েনাতে (c) ভারতে (d) নিউইয়র্কে

ans. (a) জেনিভাতে

2. সার্ক গঠিত হয়–

(a) 1995 সালে (b) 1986 সালে (c) 1985 সালে (d) 1991 সালে

ans. (c) 1985 সালে

3. পৃথিবীর দীর্ঘতম রেলপথটি হলো—

(a) নর্দান প্যাসিফিক (b) ট্রান্স সাইবেরিয়ান (c) ট্রান্স কাস্পিয়ান (d) ট্রান্স ককেশাস

ans. (b) ট্রান্স সাইবেরিয়ান

4. ভারতের দীর্ঘতম সড়কপথ হলো—

(a) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (b) বারাণসী-কন্যাকুমারিকা সড়কপথ (c) কলকতা-মুম্বাই সড়কপথ (d) কোনোটিই নয়

ans. (a) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড

5. ভারতের দীর্ঘতম রেলপথটি হলো—

(a) পূর্ব রেলপথ (b) পশ্চিম রেলপথ (c) দক্ষিণ-পূর্ব রেলপথ (d) উত্তর রেলপথ

ans. (d) উত্তর রেলপথ

6. পৃথিবীতে প্রথম রেলপথ চালু হয়—

(a) 1825 সালে (b) 1915 সালে (c) 1953 সালে (d) 1990 সালে

ans. (a) 1825 সালে

7. ভারতের মধ্যে টেলিযোগাযোগ পরিষেবা দেওয়ার জন্য যে সংস্থাটি কাজ করে –

(a) VSNL (b) BSNL(C) TRAI(d) INSAT.

ans. (b) BSNL

8. লঘুপদ উদ্যোগ (Foot Loose) যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ

(a) প্রথম (b) দ্বিতীয় (c) চতুর্থ (d) তৃতীয়

ans. (c) চতুর্থ

9. 24×7 উদ্যোগ বলা হয় –

(a) পঞম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ শ্রেণির অর্থনৈতিক কাজকে

ans. (d) চতুর্থ শ্রেণির অর্থনৈতিক কাজকে

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1 ]

1. ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোথায় লক্ষ করা যায়?

ans. গুজরাটে।

2. বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে গঠিত হয়?

ans. 1995 সালের 1 জানুয়ারি (বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য সংস্থা, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে)।

3. ভারতের বৃহত্তম সরকারি মহাকাশ গবেষণাকেন্দ্র কোনটি ?

ans. ISRO (Indian Space Research Organisation)।

4. ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহের নাম কী ?

ans. আর্যভট্ট।

5. ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি?

ans. 44 নং জাতীয় সড়ক (শ্রীনগর-কন্যাকুমারী)।

6. পৃথিবীর দীর্ঘতম খালপথ কোনটি?

ans. পানামা।

7.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল?

ans. পানামা খাল। (পৃথিবীর দীর্ঘতম খালপথ)

8. ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ?

ans. সুয়েজ খাল।

9. SAARC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ans. নেপালের কাঠমাণ্ডুতে (মোট ৪টি দেশ যুক্ত আছে)।

10. OPEC কত সালে গঠিত হয়?

ans. 1960 সালের 14 সেপ্টেম্বর (সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত)।

11. পৃথিবীর বৃহত্তম ও কর্মব্যস্ত বিমানবন্দর কোনটি?

ans. নিউইয়র্ক। I?

12. ভারতে প্রথম মেট্রোরেল কোথায় চালু হয়?

ans. কলকাতায় (১৯৮৪)।

13. পৃথিবীর ব্যস্ততম আন্তর্জাতিক জলপথের নাম কী ?

ans. উত্তর আটলান্টিক জলপথ।



Post a Comment

0 Comments

Projects