২০২১সালের সব পরীক্ষার্থীদের জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সবধরনের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণার নোটিস । বিস্তারিত নিচের নোটিসে দেখুন ।
করোনা পরিস্থিতির প্রকোপের কথা রেখে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সবধরনের প্রিবোর্ড, অন্যান্য পরীক্ষা স্থগিত রেখেছে । পাশাপাশি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে ।
২৬-০৪-২০২১ইং থেকে এই আদেশ লাঘু হবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা কিন্তু হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ।
রাজ্যের ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার শেষ পর্যন্ত সব ধরণের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন । বিশেষ করে অল ইন্ডিয়া স্টুসেন্টস এসোসিয়েশনের দীর্ঘ ২৬দিনের লাগাতর আন্দোলনের সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়ে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদের ঢেউ ওঠে । অভিভাবক মহলেও পরীক্ষা বন্ধের জোরালো দাবিটি সরকারকে চাপে ফেলে । পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত নেবেন তা নির্ভর করে করোনা পরিস্থিতির উপরে । পরীক্ষা স্থগিতাদেশ দেখে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে ।