বাংলা বাদ যুক্ত হলো ইংরেজি, প্রশ্নের মুখে জে আর বি টি:
BENGALI CANCELLED IN LDC GROUP C & D EXAM 2021, ENGLISH COMPULSORY
আবারও প্রশ্নের মুখে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষার সিলেবাস নিয়ে নানা প্রশ্ন উঠছে কিন্তু পরীক্ষার দিন স্থির হয়ে গেল। এখন পর্যন্ত সিলেবাস প্রসঙ্গে নিরব কর্তৃপক্ষ। অভিযোগ উল্টো তিনবার পাঠ্যসূচি পরিবর্তন সহ নানাবিদ কর্মকাণ্ডে প্রশ্ন তুলে নিয়েছে ক্ষুদ রাজ্য সরকারের যে আর বি টি রাজ্য পর্ষদ।
পরীক্ষার তারিখ
যদিও আগামী 20 আগস্ট গ্রুপ ডি পদে এবং আগামী 22 আগস্ট গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা গ্রহণে জেআরবিটি কর্তৃপক্ষ তোড়জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু কেন রাজ্য সরকারের এই অতি সাধারন গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ পরীক্ষার জন্য এধরনের অতিকায় সিলেবাস তৈরি করা হলো এ নিয়ে কোন পরিষ্কার জবাব নাই সরকারের। এক অদৃশ্য কারণে রাজ্য নিয়োগ কোন উত্তর নেই।
সিলেবাসের ভাষা পরিবর্তন
উল্টো একের পর এক বিজ্ঞাপন দিয়ে পরীক্ষার প্রচারে ব্যস্ত কর্তৃপক্ষ আগামী 22 আগস্ট 2410 টি পদের জন্য পরীক্ষার সিলেবাস টিসিএস এবং টিপিএস পরীক্ষার সিলেবাসকে পেছনে ফেলে দিয়েছে বর্তমান গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষার সিলেবাস। কারন টিপিএসসি পরিচালিত টিসিএস এবং টিপিএস পরীক্ষার সিলেবাস নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যে জেআরবিটি আয়োজিত গ্রুপ সি পরীক্ষার সিলেবাস এর কোনো সীমা নেই , সম্পূর্ণ অবৈজ্ঞানিক সিলেবাস। অন্যদিকে এই পদের জন্য প্রথমপত্রে বাংলা বিষয়টি প্রথমদিকে ছিল।
কেন ইংরেজি হলো
হঠাৎ করে এই বাংলা বিষয়টি বাদ দিয়ে বাদ পড়ে যায় আর রাতারাতি ইংরেজি বিষয়টি শামিল করা হয়। শুধু তাই নয় গ্রুপ সি ও ডি পদের প্রথমপত্রে প্রশাসনিক পরিকাঠামো অফিস পরিচালনার প্রাথমিক জ্ঞান ও সময়-অনুবর্তিতা পরিছন্নতামূলক শীর্ষ তিন নম্বরের সিলেবাস সম্পূর্ণ প্রশ্নের মুখে। কারণ রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর কোন পরীক্ষায় ধরনের সিলেবাসের বিষয় আসেনি আর বাংলার পরিবর্তে এসেছে 40 নম্বরের ইংরেজি বিষয়। এই প্রথমপত্র বাংলা না করে ইংরেজি সিলেবাস করে নাজেহাল রাজ্যে বেকার যুবক-যুবতী।
সিলেবাস নির্দিষ্ট নয়
অন্যদিকে গ্রুপ ডি পদে দ্বিতীয় পত্রে 100 নম্বরের সিলেবাস নিয়ে রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ দ্বিতীয় পত্রের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস। গুরুতর অভিযোগ উঠেছে কারণ সিলেবাস রয়েছে ভারতের ইতিহাস ভূগোল ভারতের সংবিধান কিন্তু এই তিনটি বিষয়ের মধ্যে কোন বিষয়গুলোর উপর তৈরি হয়েছে তারও কোন নির্দিষ্ট উল্লেখ্য নাই। রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে চাকরি পরীক্ষা এবং অন্যান্য বিষয়ের পরীক্ষা হবে তা নির্দিষ্ট থাকে কিন্তু এই জে আর বিটি গ্রুপ সি ও ডি পদের পরীক্ষা এই বিষয়টি নির্দিষ্টভাবে উল্লেখ নেই।
বেকার যুবক যুবতী দিশেহারা
রাজ্যের যুবক-যুবতীরা প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ইতিহাস আধুনিক যুগের ইতিহাস নাকি স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রস্তুতি নেবে তার কোনো উল্লেখ নেই। একই হাল ভূগোল এবং সংবিধানের সিলেবাসে। এমনকি আগামী 20 আগস্ট অনুষ্ঠিত 2500 টি পদের পরীক্ষা সিলেবাস নিয়ে বিপাকে পড়েছে রাজ্যের যুবক-যুবতী। কাদের স্বার্থে এত বড়, এত বিশাল আকারের সিলেবাস তৈরি করা হলো কর্তৃপক্ষই একমাত্র জানে।
বহি:রাজ্যের যুবকদের সুযোগ করে দেওয়া
এদিকে বহি:রাজ্য থেকে আবেদনকারী 11 হাজারেরও বেশি। চাকরির জন্য আবেদন করেছে ত্রিপুরা রাজ্যে অন্যদিকে ইংরেজি পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হয়েছে। বহি:রাজ্যের ছেলেমেয়েরা ইংরেজি ভাষায় দক্ষ এবং সবগুলো চাকরি রাজ্যে ছেলেমেয়েদের প্রতিযোগিতায় প্রতিযোগিতায় হারিয়ে বাগিয়ে নেবে সব চাকরি I
হঠাৎ করে বাসা পরিবর্তন কেন
হঠাৎ করে বাংলা থেকে ইংরেজি প্রশ্নপত্র পড়ায় ত্রিপুরা রাজ্যের বেকার ছেলে মেয়েরা ফ্যাসাদে পড়ে যাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। তাই রাজ্যে যুবক-যুবতীদের নিয়ে এই ধরনের রহস্যময় খেলার পেছনে কারা দায়ী তা এখনো ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে পরিস্কার নয়।
শেষমেশ কি হবে তাহলে: KHELA HOBE?
সবাই অবগত আছে ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষা হল রাজ্যের প্রথম ভাষা- যা সংবিধান প্রদত্ত। এবার বাংলা ভাষাকে বুড়ো আংগুল দেখিয়ে ইংরেজিকে প্রথম স্থান দেওয়ার পেছনে মূলত বাংলা ভাষাভাষী ছেলেমেয়েরা বঞ্চিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস হাতে নিয়েছে রাজ্য সরকার।
ফলে বহি:রাজ্যের ছেলেমেয়েদেরকে অগ্রাধিকার পেয়ে যাবে রাজ্য সরকারের এই কারচুপি জন্য তাই বেকার যুবক যুবক যুবতীদের মধ্য থেকে প্রশ্ন উঠছে।
শেষ কথা: রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহিঃরাজ্যের চাকরি দেওয়া হবে।