পরীক্ষা পিছিয়ে দেবার পরে ছাত্র বিক্ষোভ, বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের সাথে সাক্ষাৎ এবং ডেপুটেশন আইসার প্রতিনিধিদের ।
প্রতিনিধি দলে রামঠাকুর কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ, উইমেন্স কলেজসহ অন্য কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভে অংশ গ্রহণ করেন ।
দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেন । কন্ট্রোলার জানান কলেজ অথরিটি জানেন এই ব্যাপারে । অথচ, বিশ্ববিদ্যালয়ই হলো সর্বোচ্চ সিদ্ধান্তকারী অথরিটি ।
আইসা প্রেস বিবৃতিতে জানায় যে,
অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন (আইসা) অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সেমিস্টার পরীক্ষার একেবারে প্রাক মূহুর্তে পূর্ব নির্ধারিত সব ধরণের অনলাইনে পরীক্ষা বাতিল করে দিয়েছে ।
আগামী ৬ই সেপ্টেম্বর ২০২১ থেকে ডিগ্রী, ডিপ্লোমা , বি.এড (General Degree, Engineering, B.Ed) এর যথাক্রমে ষষ্ঠ, অষ্টম এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত হয়েছিল । ২৩শে আগস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য নোটিস ঘোষণা করেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ।
পরীক্ষা বাতিলের কারণ হিসেবে বলেছেন যেহেতু আগামী ২৫শে আগস্ট থেকে রাজ্য সরকার কর্তৃক সব কলেজ খুলে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই অনলাইনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ । ছাত্ররা অনলাইনে পরীক্ষা দেবার জন্য পরীক্ষা ফি এবং যাবতীয় পরীক্ষার প্রস্তুতি নিয়েছে । এখন পরীক্ষা স্থগিত করে বিপাকে ফেলেছে তাদের।
এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামী ৩১শে সেপ্টেম্বরের মধ্যে সব ধরণের চূড়ান্ত বর্ষের সেমিস্টার পরীক্ষা এবং নতুন সেশনের প্রবেশিকা পরীক্ষা (এন্ট্রান্স) সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। অথচ, আচমকা নির্ধারিত পরীক্ষা বাতিল করে বিপাকে ফেলে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, মাস্টার ডিগ্রী প্রবেশিকা পরীক্ষা, বি.এড পরীক্ষার ভর্তির সময় চলে যাচ্ছে । ফলে ডিগ্রীর চূড়ান্ত সেমিস্টারের ছাত্রছাত্রীরা ভর্তি থেকে বঞ্চিত হবে বলে সংগঠন মনে করে ।
পরীক্ষা বাতিলের নোটিসে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে ।
ছাত্রছাত্রীদের স্বার্থে আইসা রাজ্য ইউনিট পূর্ব নির্ধারিত রুটিনে পরীক্ষা গ্রহণ করার দাবি জানাচ্ছে । পরীক্ষা সময় মতো না হলে পরবর্তী স্তরে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত এবং ক্ষতিগ্রস্থ হবে রাজ্যের ছাত্রছাত্রীরা । তাই অবিলম্বে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণের সমস্ত ব্যবস্থা করার দাবি জানাচ্ছে আইসা রাজ্য ইউনিট ।
ধন্যবাদান্তে,
কৌশিক দাস দিব্যেন্দু মজুমদার
সম্পাদক, প্রেসিডেন্ট
আইসা, ত্রিপুরা রাজ্য ইউনিট তারিখ: ২৩/০৮/২০২১ইং
Students from different College met and submitted memorandum to the Controller Tripura University Controller of Examination Branch.