Type Here to Get Search Results !

Biology Higher Secondary 2021 Exam Expected Questions and Answers

উচ্চ মাধ্যমিক বায়োলজি পরীক্ষার অধ্যায় ভিত্তিক সাজেশন নিচে দেওয়া হল এই সাজেশন গুলি আগামী সালের উচ্চ মাধ্যমিক বায়োলজি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা উচ্চ মাধ্যমিক বায়োলজি পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নোত্তর ভালো করে পড়তে পারো

 

উচ্চ মাধ্যমিক বায়োলজিজীবের জনন MCQ প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

1.বার্থোলিন গ্রন্থি কোথায় দেখা যায় ?

(a) পুং জননতন্ত্রে (b) স্ত্রী জননতন্ত্রে (c) স্ত্রী গৌণ জনন অঙ্গে (d) পুং গৌণ জনন অঙ্গে

Ans. (c) স্ত্রী গৌণ জনন অঙ্গে 

2. HIV ভাইরাস আক্রমণ করে

(a) RBC-কে (b) হেল্পার T কোশকে (c) অণুচক্রিকাকে (d) সবকটিকে

Ans. (b) হেল্পার T কোশকে

3. অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্যের সম্ভাবনা থাকে

(a) অঙ্গজ জননে (b) অযৌন জননে (c) যৌন জননে (d) কোনোটিই নয়

Ans. (c) যৌন জননে

4. লেডিগের অন্তরকোশ ক্ষরণ করে

(a) ইস্ট্রোজেন (b) প্রোজেস্টেরন (c) টেস্টোস্টেরন  (d) সবকটি

Ans. (c) টেস্টোস্টেরন

5. মানবদেহের মিয়োসাইটের ক্রোমোজোম সংখ্যা কত?

(a) 23  (b) 46 (c) 22  (d) 44

Ans. (b) 46

6. সুণের কোন দশা জরায়ুতে রোপিত হয়?

(a) মরুলা (b) ব্লাস্টুলা (c) গ্যাস্ট্রলা (d) জাইগোট

Ans. (a) মরুলা

7. গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হলো

(a) 467 (b) 23  (c) 69 (d) 92.

Ans. (b) 23

8. ভ্ৰণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা

(a) 8  (b) 57 (c) 10  (d) 16

 Ans. (a) 8

9. করপাশ লিউটিয়াম হতে ক্ষরিত হয়

(a) ইস্ট্রোজেন (b) প্রোজেস্টেরন (c) টেস্টোস্টেরন  (d) সবকটি

Ans. (b) প্রোজেস্টেরন

10. একটি পলিএস্ট্রাস (Polyestrous) স্তন্যপায়ী প্রাণী হলো

(a) মানুষ  (b) ঘোড়া (c) বিড়াল  (d) উট

Ans. (c) বিড়াল

11. MTP কতদিন পর্যন্ত সুরক্ষিত?

(a) 6 সপ্তাহ (b) 12 সপ্তাহ  (C) 15 সপ্তাহ (d) 20 সপ্তাহ

Ans. (b) 12 সপ্তাহ

12.ফুলের আণুবীক্ষণিক গঠনে নির্ণীত নিউক্লিয়াসটি হলো

(a) n  (b) 2n (c) 3n  (d) 4n.

Ans. (b) 2n

13.মানুষের নিষেক সম্পন্ন হয়

(a) ডিম্বাশয়ে (b) জরায়ুতে (c) ফ্যালোপিয়ান নালিতে (d) যোনিতে

Ans. (c) ফ্যালোপিয়ান নালিতে

14. গর্ভযন্ত্র (Egg apparatus) গঠিত হয়

(a) ডিম্বক প্রতিবাদ কোশ নিয়ে  (b) মেরু নিউক্লিয়াস নিয়ে (c) ডিম্বক সহকারী কোশ নিয়ে (d) ডিম্বক নিয়ে

Ans. (c) ডিম্বক সহকারী কোশ নিয়ে

15. ডিম্বাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ যা শুক্রাণুকে আকৃষ্ট করে

(a) হায়ালুরোনিক অ্যাসিড  (b) ফার্টিলাইজিন (c) অ্যান্টিফার্টিলাইজিন  (d) স্পর্মিলাইসিন

Ans. (b) ফার্টিলাইজিন

16. নীচের কোন প্রাণীতে কনজুগেশন বা সংযুক্তি দেখা যায় ?

(a) হাইড্রা (b) মিউকর (c) স্পঞ্জ (d) প্যারামেসিয়াম

Ans. (d) প্যারামেসিয়াম

17. শুক্রাণুর অ্যাক্রোজোম সৃষ্টিকারী অঙ্গাণুটি হলো

(a) ER  (b) রাইবোজোম  (c) লাইসোজোম (d) গলগিবডি

Ans. (d) গলগিবডি

18. নীচের কোনটি পক্ষীপরাগী ফুল?

(a) পলাশ (b) কলা (c) কদম (d) কচু

Ans. (a) পলাশ 

19. সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা 24 হলে,গ্যামেটে সস্যে ক্রোমোজোম সংখ্যা যথাক্রমে

(a) 6 12 (b) 12 36 (c) 12 24  (d) 24 36.

Ans. (b) 12 36

20. গর্ভনিরোধক বড়ির একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো

(a) LH   (b) প্রোজেস্টেরন (c) অক্সিটোসিন (d) সবকটি

Ans. (b) প্রোজেস্টেরন 

21.  কোন হরমোনটি ওভিউলেশনে সাহায্য করে ?

(a) FsH   (b) LH (c) ইস্ট্রোজেন   (d) প্রোজেস্টেরন

Ans. (b) LH 

22.নিম্নলিখিত কোনটি জোড়কলমের জন্য প্রয়োজনীয়?

(a) উন্নত মানের সিয়ন  (b) রোগ পেস্ট প্রতিরোধে সক্ষম স্টক  (c) (a) (b) উভয়েই (d) কোনোটিই নয়

Ans. (c) (a) (b) উভয়েই

23. কোন গর্ভনিরোধক পদ্ধতিটি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য?

(a) টিউবেকটমি  (b) ভ্যাসেকটমি (c) IUD  (d) ডায়াফ্রাম

Ans. (b) ভ্যাসেকটমি

24. নীচের কোনটিতে ক্রোমোজোম সংখ্যা সর্বদা হ্যাপ্লয়েড?

(a) বীজ (b) গ্যামেট  (c) ভ্রুণ (d) জাইগোট।। 

Ans. (b) গ্যামেট

25. যে প্রক্রিয়ায় স্পার্মাট্রিড থেকে স্পারমাটোজোয়া গঠিত হয়

(a) স্পার্মাটোজেনেসিস  (b) স্পার্মিয়েশন (c) ট্রান্সফরমেশন  (d) স্পামিয়োজেনেসিস

Ans. (d) স্পামিয়োজেনেসিস

উচ্চ মাধ্যমিক বায়োলজিজীবের জননঅতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান (1)

1. স্পোরোর্ডাম কী ?

Ans. পরাগরেণুর প্রাচীরকে স্পোরোর্ডাম বলে

2. নিউসেলাস কী ?

Ans. ডিম্বকের ডিম্বকত্বকের ভিতরে অবস্থিত খাদ্য সঞয়কারী কোশগুচ্ছকে বা কলাকে নিউসেলাস বলে

3. ট্যাপেটাসের কাজ কী ?

Ans. রেণু মাতৃকোশকে পুষ্টি জোগান দেওয়া, রেণুধর কলাকে রক্ষা করা এর কাজ

4. হারমাফ্রোডাইটস (Hermaphrodites) কী?

Ans. যেসব প্রাণীতে পুং স্ত্রী জননতন্ত্র থাকে তাকে হারমাফ্রোডাইট বলে

5. গ্যামিউল কী ?

Ans.স্পঞ্জের দেহে অবস্থিত অযৌন জননের একককে গ্যামিউল বলে 

6.মনোকাৰ্পিক উদ্ভিদ কী?

Ans.যে উদ্ভিদ জীবনে একবার ফুল দেয় তাদের মনোকাপিক উদ্ভিদ বলে যেমনবাঁশ।।

7.ডিম্বাশয়ের প্রকোষ্ঠে ডিম্বকের সজ্জারীতিকে কী বলে?

Ans.অমরা বিন্যাস

8. জাইগোটের বিভাজনকে কী বলে?

Ans.ক্লিভেজ বা সেগমেন্টেশন

9. অযৌন জননের একককে কী বলে?

Ans. অযৌন জননের একককে রেণু বা স্পোর বলে

10.কোন উদ্ভিদে পত্র মুকুল দেখা যায় ?

Ans. পাথরকুচি উদ্ভিদে

11.ভুণের রোপণে কোন হরমোন সাহায্য করে?

Ans. প্রোজেস্টেরন

12. প্লাসেন্টা নিঃসৃত একটি হরমোনের নাম লেখো

Ans. GBA HCG (Human Chorionic gonadotropin).

13. বুলবিলের দ্বারা জনন সম্পন্ন করে এমন একটি উদাহরণ দাও

Ans. চুপড়ি আলু

14.কোন প্রাণীতে স্ব-নিষেক ঘটে?

Ans. ফিতা কৃমি

15.পাথরকুচি গাছের জনন পদ্ধতির নাম লেখো

Ans. পাথরকুচি গাছে পত্ৰজ মুকুলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হয়

16.ম্যালাকোফিলি কী ?

Ans. শামুকের মাধ্যমে পরাগযোগকে ম্যালাকোফিলি বলে

17.সারটোলি কোশ হতে ক্ষরিত দুটি হরমোনের নাম লেখো

Ans. অক্টিভিন ইনহিবিন।।

18.AIDS কীসের মাধ্যমে বিস্তার লাভ করে?

Ans. রক্ত এবং বীর্যের মাধ্যমে

19. MTP -এর পুরো নাম কী?

Ans. Medical Terminated Pregnancy.

20. অ্যামনিওটিক তরল কোথায় থাকে?

Ans.অ্যামনিওন ভুণের মাঝে এই তরল থাকে

21. কোন হরমোন সন্তান প্রসবে সাহায্য করে?

Ans.অক্সিটোসিন এবং রিলাক্সিন

22. ক্লাইটোরিস কী?

Ans. স্ত্রী জনন অঙ্গের বহিঃভাগে লেবিয়া মেজর লেবিয়া মাইনর-এর সংযোগস্থলে ক্ষুদ্র পেশীময় অঙ্গকে ক্লাইটোরিস বলে

23.অ্যাপোমিক্সিস কী?

Ans. নিষেক ছাড়াই বীজ গঠিত হওয়ার পদ্ধতিকে অ্যাপোমিক্সিস বলে

24.পরাগরেণুর প্রাচীরকে কী বলে?

Ans. স্পোরোডার্ম (Sporoderm) বলে

25.গনোরিয়া রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম লেখো

Ans. Neisseria gonorrhocae.

26. ART -এর সম্পূর্ণ নাম কী?

Ans. Assisted Reproductive Technology. 

27. বক্ৰধাবক কোন উদ্ভিদে দেখা যায় ?

Ans. স্ট্রবেরি (Stroberry)

28.একটি জরায়ু প্রাণীর নাম লেখো

Ans. মানুষ

29. নিউটেনি কী ?

Ans. লার্ভা অবস্থায় কোনো জীবের পরিণত হওয়াকে নিউটেনি বলে



 

 

Subscribe: https://www.youtube.com/channel/UCIjNwSHhz1JuzKcaLTSPywA/

 

Follow Facebook page https://www.facebook.com/let'slearnwithkk

Follow to get instant update: Click on Follow

Pls leave your FEDDBACK in the site.

Daily update will get through notification if follow our site.

নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে

 


Post a Comment

0 Comments

Projects