Type Here to Get Search Results !

Higher Secondary Geography Suggestion 2021

 উচ্চমাধ্যমিক ভূগোল – জনবসতি | দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর ও সাজেশন | Higher Secondary Geography Suggestion


MCQ প্রশ্নোত্তর [ মান – 1 ]

1. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ শহরে বসবাস করে?

(a) 60 (b) 40.1 (c) 75.06 (d) 31.16%.

ans.

2. শুষ্কবিন্দু বসতি লক্ষ করা যায়—

(a) বন্যাপ্লাবিত (b) খরা প্রভাবিত (c) ধসপ্রবণ (d) উপকূলবর্তী অঞ্চলে

ans. (d) উপকূলবর্তী অঞ্চলে

3. জলবিন্দু বসতি লক্ষ করা যায়?

(a) আর্দ্র অঞলে (b) শুষ্ক মরু অঞ্চলে (c) ভূমধ্যসাগরীয় অঞলে (d) নিরক্ষীয় অঞলে

ans. (a) আর্দ্র অঞলে

4. ভারতে শহরের ন্যূনতম জনসংখ্যা হলো—

(a) 5000 (b) 2500 (c) 1000 (d).4000.

ans. (b) 2500

5. ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো—

(a) 17 (b) 10 (c) 20 (d) 15 লক্ষ

ans. (b) 10

6. ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে

(a) শুষ্কবিন্দু (c) মৌজা (d) হ্যামলেট

ans. (d) হ্যামলেট

7. প্রথম শ্রেণির শহর বা নগরের নূ্যনতম জনসংখ্যা হলো

(a) 5000-1000 (b) 10000-1000000 (c) 100000-র বেশি (d) 50000-1000000.

ans. (c) 100000-র বেশি

8. দু’টি রাস্তার সমকোণে কী ধরনের বসতি লক্ষ করা যায়?

(a) L (b) T (c) Z (d) O আকৃতির

ans. (a) L

9. জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহরটির নাম হলো—

(a) কলকাতা (b) মুম্বাই (c) দিল্লি (d) চেন্নাই

ans. (b) মুম্বাই

10. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে?

(a) 45 (b) 60 (c) 68.84 (d) 70-64%.

ans. (c) 68.84

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1]

1. জনবসতি কাকে বলে?

ans. যখন কোনো অঞ্চলের বা স্থানের অনুকুল ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে মানুষ বসবাস করে তখন তাকে জনবসতি বলে।

2. ক্যাডাস্ট্রাল ম্যাপ কী?

ans. মূলত গ্রামাঞ্চলে ভূমির দাগ নং অনুযায়ী যে মানচিত্র ব্যবহার করা হয় তাকে ক্যাডাস্ট্রাল ম্যাপ বলে। বৃহৎ স্কেলে সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল ধরা হয়।

3. ভারতীয় পৌর জনবসতির ন্যূনতম জনঘনত্ব কত?

ans.র 400 জনবর্গকিমি।

4. জলবিন্দু বসতি কাকে বলে ?

ans. শুষ্ক মরু অঞ্চলে জলের উৎসকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে, তাকে জলবিন্দু বসতি বলে।

5. নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞলে কোন প্রকার গ্রামীণ বসতি লক্ষ করা যায় ?

ans. গোষ্ঠীবদ্ধ জনবসতি।

6. রাস্তার দুপাশে কোন ধরনের জনবসতি লক্ষ করা যায়?

ans. রৈখিক জনবসতি।

7. সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি লক্ষ্য করা যায় ?

ans. গোষ্ঠীবদ্ধ জনবসতি।

8. তিনটি রাস্তা একটি বিন্দুতে মিলিত হয়ে কী ধরনের বসতি গড়ে ওঠে?

ans. Y আকৃতির।

9. দিঘা ও ওড়িশার সীমান্তবর্তী অঞ্চলে কোন ধরনের জনবসতি দেখা যায় ?

ans. রৈখিক বা দণ্ডকৃতির জনবসতি।

10. সেন্সস গ্রাম কাকে বলে?

ans. মৌজার ভিত্তিতে মূলত জনগণনা করা হয় বলে মৌজাকে সেন্সস গ্রাম বলে।

11. গ্লোবাল সিটি কী?

ans. বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে যেসব নগর তাদের গ্লোবাল সিটি বা আলফা সিটি।

Post a Comment

2 Comments

Projects