Most Important Question for Psychology 2021
Click on the link for Question-answers
সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। (1×21)
(MCQ Type – এর জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা উত্তর সহ MCQ দিয়েছি।)
“Schema” শব্দটি প্রথম কে ব্যবহার করেন? –
a) লিকার্ট b) ফেল্ডম্যান c) এরিকসন d) পিঁয়াজে।
উত্তর: d) পিঁয়াজে।
কোন সজীব তন্ত্রে ইনপুট হিসেবে পাওয়া কম পরিমাণ বা অধিক পরিমাণ বস্তু, শক্তি বা তথ্যকে পীড়ন বলা যেতে পারে – একথা বলেছেন
a) স্টেইনবার্গ ও রিজম্যান b) লেভি c) ল্যাজারাস d) ফোকম্যান।
উত্তর স্টেইনবার্গ ও রিজম্যান।
“স্বাস্থ্য মনোবিদ্যা হল বিভিন্ন মনোবৈজ্ঞানিক চল এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক অনুশীলন, যা থেকে জানা যায় যে দেহ এবং মন উভয়ই স্বাস্থ্যের এবং অসুস্থতার গুরুত্বপূর্ণ নির্ধারক” – একথা বলেছেন-
a) থাহে b) মাহে c)টেলর d) ফেল্ডম্যান।
উত্তর : c) টেলর।
সমস্ত বাহ্যিক শক্তি, প্রভাব এবং অবস্থা যেগুলি ব্যক্তির জীবন, প্রকৃতি, আচরণ, বৃদ্ধি, বিকাশ, পরিণতি ইত্যাদিকে প্রভাবিত করে সেগুলিকে সমষ্টিগত ভাবে বোঝাতে ‘পরিবেশ’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। – এ কথা বলেছেন –
a) ডগলাস ও হল্যান্ড b) স্টোন c) ইলিয়ট d) গিসবার্ট।
উত্তর : a) ডগলাস ও হল্যান্ড।
বাস্তু পিরামিড কত ধরনের হয়?
a) 3 b) 4 c) 5 d) 6 ।
উত্তর : a) 3।
18000 ব্যক্তিত্বের সংলক্ষনের কথা কে বলেছিলেন? –
a) বার্ট b) গার্ডনার c) ক্যাটেল d) ওডবার্ট।
উত্তর : ওডবার্ট।
“সংগতিসাধন” হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নিজের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে আরও সুসমন্বিত সম্পর্ক বজায় রাখতে নিজের আচরণ ধারার পরিবর্তন ঘটায়। – এ কথা বলেছেন –
a) শ্যেফার b) গেটস ও জারশিল্ড c) হোয়াইট d) ক্রো এবং ক্রো।
উত্তর:b) গেটস ও জারশিল্ড।
“যখন ছেলেমেয়েদের সাধারণ শিক্ষাগত পারদর্শিতার মান তাদের সামর্থের তুলনায় কম হয় তখনই তা সাধারণ অনগ্রসরতা” – একথা বলেছেন –
a) বার্ট b) বার্টন হাল c) শোনেল d) ট্যানেন বম।
উত্তর :b) বার্টন হাল।
“একজন আদর্শ নেতা হলেন তিনি যিনি সকলের চাইতে একটু বেশি নিন্দার বা অসাফল্যের ভাগ নেন এবং সকলের চাইতে কম প্রশংসা বা সাফল্যের অংশ নেন।” – এ কথা বলেছেন –
a)ক্যলিটেল b) ম্যাক্সওয়েল c) কোলি d) বেক।
উত্তর : b) ম্যাক্সওয়েল।
“অপর ব্যক্তির আচরণ নেতাকে যতখানি না প্রভাবিত করে, নেতৃত্ব হলো সেই আচরণ যা অপর ব্যক্তিদের আচরণকে অধিকতর প্রভাবিত করে।” – একথা বলেছেন-
a) ডুবিন b) সরে c) ফ্রান্সোয়ার্থ d) হেমফিল।
উত্তর: c) ফ্রান্সোয়ার্থ।
“বুদ্ধি হল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা।” – একথা বলেছেন-
a) ওয়েলস b) ডিয়ারবর্ন c) স্টার্ন d) বার্ট।
উত্তর:b) ডিয়ারবর্ন।